বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের দেওয়ানবাজারের ৪শতাধিক শীতার্তদের কম্বল বিতরণ



সৌদিআরব প্রবাসী সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুকের প্রতিষ্ঠিত ‘আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশন’ এর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের স্বল্প আয়ের শীতার্ত ৪শতাধিক লোকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার   (১৪ জানুয়ারী) স্থানীয় নেহার কমিউনিটি সেন্টারে “আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন- দেওয়ানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ,ফ,ম শামীম।বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ছহুল এ মুনিম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বৃটেন প্রবাসী শেখ জাফর আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব এমএ মালেক, ইউপি সদস্য বাবরু মিয়া, আওয়ামী লীগ নেতা মো. শিরমান উদ্দিন, ময়নুল ইসলাম সালেহ, হাজী সাইস্তা মিয়া, শাহ আব্দুস ছত্তার, সুহেল বারী, ফারুক আহমদ, লাল মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুল মুহাইমিন।
শুভেচ্ছা বক্তৃতা করেন -গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের
সভাপতি ইব্রাহিম ফরহাদ এবং মোনাজাত পরিচালনা করেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফতহুল হাসনাত চৌধুরী শিমুল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!