সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হযরত সৈয়দ বাছির (রহ.)- এর বার্ষিক ওরস মোবারক আগামী বৃহস্পতিবার



সুলতানুল আওলিয়া হযরত শাহ জালাল (রহ.) এর অন্যতম সফর সংঙ্গী ‘হযরত সৈয়দ বাছির (রহ.)- এর বার্ষিক ওরস মোবারক আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার । সিলেটের ওসমানী নগর উপজেলার উছমানপুর ইউনিয়নের রঘুপুরস্থ মাজার প্রাঙ্গনে এই পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে।

জানাগেছে, প্রতিবারের মতো শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

এ দিকে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী শাহ আনোয়ারুল ইসলাম জানান, হযরত শাহ জালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ার সফর সংঙ্গী ‘হযরত সৈয়দ বাছির শাহ (রহ.)- এর বার্ষিক ওরস মোবারক আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঐ দিন ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে- মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, মিলাদ এবং বাদ এশা দুয়া মাহফিল ও শিরনী বিতরণ । এতে ভক্ত আশেকানগণ আমন্ত্রিত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!