জানাগেছে, প্রতিবারের মতো শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
এ দিকে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী শাহ আনোয়ারুল ইসলাম জানান, হযরত শাহ জালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ার সফর সংঙ্গী ‘হযরত সৈয়দ বাছির শাহ (রহ.)- এর বার্ষিক ওরস মোবারক আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঐ দিন ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে- মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, মিলাদ এবং বাদ এশা দুয়া মাহফিল ও শিরনী বিতরণ । এতে ভক্ত আশেকানগণ আমন্ত্রিত।