বালাগঞ্জে এএনআর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল (বুধবার) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আব্দুল মুকিত সেজু ও তাঁহার বোনদের অর্থায়নে এলাকার দুস্থ-অসহায় কয়েকটি পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানাগেছে, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে এএন আর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকে গঠন করা হয়। বালাগঞ্জের গহরপুর শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মুকিত সেজু ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত উক্ত ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ, বিবাহ ও চিকিৎসা সহায়তাসহ নানামূখী কার্যক্রম অব্যাহত রয়েছে।
ট্রাস্টের কোষাধ্যক্ষ মিফতাহুল হুদা রাসেল বলেন, আমাদের তিন দাদার স্মরণে গঠিত উক্ত ট্রাস্টের পক্ষ থেকে চাচা ও ফুফুদের অর্থায়নে ইতিমধ্যে অনেক দরিদ্র মানুষকে আমরা সাহায্য চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজকরে যাবো ইনশাআল্লাহ্।