বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে এএনআর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকের খাদ্যসামগ্রী বিতরণ



বালাগঞ্জে এএনআর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল (বুধবার) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আব্দুল মুকিত সেজু ও তাঁহার বোনদের অর্থায়নে এলাকার দুস্থ-অসহায় কয়েকটি পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানাগেছে, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে এএন আর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকে গঠন করা হয়। বালাগঞ্জের গহরপুর শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মুকিত সেজু ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত উক্ত ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ, বিবাহ ও চিকিৎসা সহায়তাসহ নানামূখী কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্রাস্টের কোষাধ্যক্ষ মিফতাহুল হুদা রাসেল বলেন, আমাদের তিন দাদার স্মরণে গঠিত উক্ত ট্রাস্টের পক্ষ থেকে চাচা ও ফুফুদের অর্থায়নে ইতিমধ্যে অনেক দরিদ্র মানুষকে আমরা সাহায্য চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজকরে যাবো ইনশাআল্লাহ্।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!