ওসমানীনগর উপজেলার মাওলানা আজম আলী ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ১শ’টি পরিবারকে নগদ ৫শ টাকা করে ৫০হাজার টাকা অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রয়াত মাওলানা আজম আলীর দুই ছেলে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মাহফুজুল করিম ও মাছউদুল কারিমের অর্থায়নে এ অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অসুস্থ, প্রতিবন্ধী এবং অস্বচ্ছল ৪০টি পবিরারের মধ্যে ট্রাস্টের নিয়মিত কর্মসূচির আওতায় মাসিক ভাতা (নগদ ৫শ টাকা হারে) অনুদানের পাশাপাশি চলতি পবিত্র রমজান মাস উপলক্ষে তাদের খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া বাড়তি আরও ৬০টি পরিবারকে নগদ ৫শ টাকা করে ৩০হাজার টাকা এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ট্রাস্টের পক্ষ থেকে চলতি মাসে ১লাখ ৪৩হাজার ৮শ ৫০টাকা বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৪এপ্রিল) উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে ট্রাস্টের কার্যালয় থেকে এ নগদ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, মাওলানা আজম আলী ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা মুকিত মিয়া, সামসুল ইসলাম হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।