ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন পূর্ব বাদেশপুর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক সুরুজ আলী, সহ অর্থ সম্পাদক কয়েছ আহমদ, গ্রামের মুরুব্বি আব্দুস সাত্তার, মরম আলী, রুশন মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
উল্লেখ্য, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক সংলগ্ন বর্তমান টিনসেট মসজিদটিতে স্থান সংকুলান না হওয়ায় গ্রামবাসী সম্প্রসারিত স্থানান্তরিত স্থানে পাকা মসজিদ নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন মসজিদ নির্মাণের পর গ্রামের স্থানীয় এবং সড়কে যাতায়াতকারী পথচারী ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ উপকৃত হবেন।
এদিকে পূর্ব বাদেশপুর মসজিত পুনঃনির্মাণের ব্যাপারে আলাপকালে গ্রামবাসী বিত্তবান, ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন। তারা জানিয়েছেন, মসজিদটি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক সংলগ্ন অবস্থানে থাকায় এটি বড় পরিসরে নির্মাণ করতে হচ্ছে। কারণ স্থান সংকুলনা না হওয়া মুসল্লিদের বিশেষ অসুবিধা হয়ে থাকে। অনেক সময় বিয়ে বা যে কোন সামাজিক অনুষ্ঠানের পথচারীরা নামাজে শরিক হয়ে থাকেন। আলাপকালে পূর্ব বাদেশপুর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক সুরুজ আলী, সহ অর্থ সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ জানান, পুনঃনির্মিতব্য মসজিদে অনুদান প্রদানের জন্য যে কেউ ০১৭৪২ ৪৯৩৪১৪ (মোতাওয়াল্লী), ০১৭৩১ ১৫০০২২ (সাধারণ সম্পাদক) এবং ০১৭২২ ২৬৬৭৩৬ (অর্থ সম্পাদক) এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া পূবালী ব্যাংক জালালপুর শাখার (এ/সি) হিসাব ৩৯৬১১০১০৩০৬৭০ নম্বরে টাকা পাঠাতে পারবেন।