বালাগঞ্জে ১০তম জামালপুর প্রিমিয়ার লীগ জে.পি.এল-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় জামালপুরের দক্ষিণের মাঠ এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- কার্যকরি কমিটির সভাপতি এহসান রশীদ রাজু।
ধারাভাষ্যকার সুজেল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সমাজকর্মি মো. শিরমান উদ্দিন, কবির উদ্দিন সেলিম, খায়রুল ইসলাম, খন্দকার আব্দুর রকিব মেম্বার, পরিচালনা কমিটির সদস্য – লিংকন মিয়া, ওয়াহেদ আহমদ, হাবিবুল ইসলাম, তানভীর আহমদ, তারেক আহমদ, আলী নুর, শিপন আহমদ, রাহি তালুকদার, রাসেদ আহমদ, শাফি আহমদ, হানিফুল হক চৌধুরী, সাইয়্যিদ আমিরুল হক চৌধুরী, সাইদুর রহমান, শিপু আহমদ, শিমুল আলী, শাকিল আহমদ, মাহিন মাহমুদ, মুজাক্কির আহমদ, এমদাদ আহমদ, সাইয়িদ আহমদ, আমিনুল ইসলাম সজিব, রাহাত আহমদ, মুতাসসির আহমদ, আমিনুল ইসলাম খান, রিমুল আলী, সাকিব আহমদ, আবুল কালাম আমিন ও সুজেল আহমদ।
লীগের ১ম পুরস্কার রয়েছে – নগদ ১৫ হাজার টাকা। প্রাইজমানী দাতা- যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ। ২য় পুরস্কার নগদ ১০হাজার টাকা। প্রাইজমানী দাতা- খন্দকার আব্দুর রকিব মেম্বার। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দাতা- যুক্তরাজ্য প্রবাসী নাজমুল হক জামিল। ইমারজিং প্লেয়ার পুরস্কার দাতা- যুক্তরাজ্য প্রবাসী আজিজুল হক শান্ত। আম্পায়ারদের পুরস্কার দাতা- কুয়েত প্রবাসী শাহিন আহমদ।
উদ্বোধনী খেলায় রায়ান এভেঞ্জার কে পরাজিত করে জিসান এক্সপ্রেস লীগের শুভ সূচনা করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন- মামুন আহমদ, ফাহিম খান, জাহেদ আহমদ ও সাইদুর রহমান। এবারের লীগে মোট ৪টি দল অংশ নিচ্ছে।