বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আ.লীগ নেতা মতিউর রহমান শাহিন ও আব্দুল কালামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত



যুক্তরাজ্য শেফিল্ড শাখা আওয়মী লীগের ভাপ্রাপ্ত সভাপতি, নিসচার শেফিল্ড শাখার সভাপতি ও বালাগঞ্জ এস. এম. মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, আলহাজ্ব মতিউর রহমান শাহিন ও বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা স্পেন মাদ্রিদের সভাপতি আব্দুল কালাম এর সম্মানে বালাগঞ্জ উপজেলা যুবলীগের অন্যতম নেতা স্পেন প্রবাসি অলিউর রহমানের সিরাজপুরস্থ গ্রামের বাড়িতে নৈশ্য ভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ তেরা মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাশ ভুলন, সহসভাপতি হুসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক এম এ কাদির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ইবাদ খাঁন দিনার, সমাজকর্মী লোকমান আহমদ, মোঃ লয়লু মিয়া প্রমুখ।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন এবং নানা প্রতিকুল পরিবেশে থেকেও প্রবাসীরা দেশমাতৃকার টানে যার যার সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে আসায় প্রবাসীদের প্রতি উপস্থিত নেতৃবৃন্দ অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!