শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি যেসব দেশ



ছবি: রয়টার্স

ইউক্রেন আক্রমণের ঘটনায় রাশিয়াকে তিরস্কারের পক্ষে দুদিনের তপ্ত বিতর্কের পর জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব গৃহিত হয়েছে।

বুধবার (২ মার্চ) মস্কোকে লড়াই থামানোর জন্য বলা হয়েছে এবং সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে বলা হয়েছে। ইউক্রেনে শান্তি ফেরাতে ১৪১-৫ ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

ভোটে প্রস্তাবটির পক্ষে ১৪১ দেশ এবং বিপক্ষে ছিল রাশিয়াসহ পাঁচটি দেশ। আরও ৩৫ দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। খবর রয়টার্সের।

বাংলাদেশ ছাড়াও চীন, কিউবা, ভারত, ইরান, ইরাক, নামিবিয়া, পাকিন্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উগান্ডা, ভিয়েতনাম, জিম্বাবুয়ে, আলজেরিয়া, এঙ্গোলা, আর্মেনিয়া, কাজাখাস্তান, কিরগিজিস্তান, লাও পিডিআর, মাদাগাস্কার, মালি, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, সেনেগাল, সুদান, সাউথ সুদান, তাজিকিস্তান, তানজানিয়া, উগান্ডা, এস সালভেদর, গিনি, বলিভিয়া, বুরন্ডি এবং কঙ্গো ভোট দানে বিরত ছিল।

যে দেশগুলি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা হলো – রাশিয়া, বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া এবং এরিত্রিয়া।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!