বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে শিক্ষকের ওপর হামলা



ঝলক কান্তি দাস

বালাগঞ্জে এক স্কুল শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ঝলক কান্তি দাস শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং স্থানীয় তেঘরিয়া গ্রামের বাসিন্দা। গত রোববার (১৪ নভেম্বর) রাত ৮টায় স্থানীয় বাংলাবাজারে এ ঘটনা ঘটেছে। হামলায় আক্রান্ত শিক্ষক রক্তাক্ত জখম হয়েছেন। বালাগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক ঝলক কান্তি দাসের সাথে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের কয়েকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় শিক্ষক ঝলক কান্তি দাস রক্তাক্ত জখম হন। শিক্ষক ঝলক কান্তি দাস অভিযোগ জানিয়েছেন, হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৬০হাজার এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় গত সোমবার (১৫ নভেম্বর) বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে।

এদিকে শিক্ষক ঝলক কান্তি দাসের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত সোমবার (১৫ নভেম্বর) বিকালে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় শিক্ষক সমিতির কর্মকর্তা প্রতাপ কুমার চক্রবর্তী, আব্দুস ছত্তার, মো. আসিদ আলী, মো. শামসুল আলম, মো. লায়েক মিয়া, নিবারণ চন্দ্র দাস, লাল মোহন দাস, সন্তোষ চক্রবর্তী, রুহুল আমিন, আব্দুল আহাদ, আরমান আলী, আশীষ দাস, সঞ্জয় দাস, সঞ্জিব দাস এবং সুধাংশু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!