বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর ‘জামালপুর-খালেরমুখ বাজার সেতু’-এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
তিনি বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রায় ৫কোটি ২৭লাখ টাকা ব্যয়ে ৫৭ মিটার দৈর্ঘ্য এবং ৭দশমিক ৩মিটার প্রস্ত ওই সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় জামালপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে- তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন এবং পর্যায়ক্রমে স্বপ্নের নান্দনিক বালাগঞ্জ বাস্তবায়িত করার আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মোস্তাকীন শরীফ সাঈদ, থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, যুগ্নসাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান,
বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মিজানুর রহমান পংকি, সদস্য মো. দুদু মিয়া, ময়নুল ইসলাম সালেহ, মশিউর রহমান এহিয়া, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী কাচা, মোজাম্মিল হোসেন, হাজী খলকু মিয়া, দৌলত মিয়া এবিন, চুনু মিয়া, সৈয়দ মুস্তাক আহমদ, শফিকুল ইসলাম, সুহেল বারী, নুরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, আব্দুল রকিব, সাবেক মেম্বার আইয়ুব উল্লাহ্, আলাউদ্দিন, যুবলীগ নেতা সোহেল আহমদ, সাবেক ছাত্র লীগ নেতা ছালেহ আহমদ, সামসুল হক লেচু, শাহ এনাম, মোসাদ্দেক আহমদ, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মোস্তফা, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিসবাহউর রহমান মাছুম, জুনেল বারী প্রমুখ।