বালাগঞ্জে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ আয়োজিত আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।
বালাগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান, সাংবাদিক তারেক আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মাঠ সহকারী সুজিত দাস।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর বালাগঞ্জ উপজেলার প্রশিক্ষক শারিকা জিনাত ও শান্তনা ঘোষ তাদের প্রকল্পের বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দকে অবহিত করেন।