ব্রাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ প্রকল্প কতৃক আয়োজিত হটস্পট এলাকায় সামাজিক সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুন) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ওসি তদন্ত রফিকুল ইসলাম, ডাঃ শুভজিৎ ভৌমিক।ব্রাকের প্রতিনিধি পায়াকট বাংলাদেশ এর প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ জিয়া উদ্দিন, সুচনার ঝন্টু পাল, স্বাস্থ্য পরিদর্শক প্রদুন্ম কুমার দাস পরিমল, অফিস সহকারী নুরুল ইসলাম , বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক জাগির হোসেন, যুবনেতা টিপু সুলতান, দোলন বৈদ্য, মাহমদ আলী শিপনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও নির্বাচিত জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ডাক্তার স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।