সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলাবাসীর কোথায় কি প্রয়োজন আছে আমি ভালো করেই জানি। দীর্ঘ এক যুগ থেকে আপনাদের পাশে রয়েছি, নেতা নয় সেবক হয়ে আগামীতেও থাকতে চাই। অবহেলিত বালাগঞ্জবাসীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। সে-ক্ষেত্রে সফল হওয়ার ব্যাপারে আমি শতভাগ আত্মবিশ্বাসী।
তিনি আরো-বলেন, আমি নির্বাচিত হলে বালাগঞ্জ সদরের সরাসরি-সংযোগ স্থাপনের জন্য ‘বড়ভাঙ্গা নদীর সেতু করতে মাত্র দু’মাস সময় লাগবে’। এছাড়া দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজে শাখার এমপিওভুক্ত করণ ও কলেজ ভবন নির্মাণের আশ্বাস জানিয়ে, জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসের মর্যাদা রক্ষায় দলমত নির্বিশেষে সবার সহযোগীতা ও দু’আ কামনা করেন। সোমবার (২১জুন) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিবুর রহমান বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিবুর রহমান প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ নুর উদ্দিন (রহ.)’র মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে গহরপুরী (রহ.) বাড়িতে যান। এসময় এক বিশেষ মোনাজাতে শরিক হন। মোনাজাত পরিচালনা করেন গহরপুরী (রহ.) ভাতিজা মুফতি হাফিজ মিসবাহ উদ্দিন শাহনাজ। এর আগে তিনি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর’র মুহতামিম মুসলেহুদ্দীন রাজু’র সাথে মাদ্রাসায় কুশল বিনিময় করেন।
পরে হাবিববুর রহমান হাবিব অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রয়াত হাজী আব্দুল বারী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মখলিছুর রহমান এর কবর জিয়ারত করেন। এবং হযরত শাহ- সুলতান মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম হযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী’র মাজার জিয়ারত করেন ও মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু ও শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী’র সাথে মতবিনিময় শেষে শিক্ষকদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু।
পরে তিনি দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির সভাপতি আ.ফ.ম শামিম ও স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এর আগে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে চেয়ারম্যান নাজমুল আলম ও সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত হাবিবুর রহমান হাবিবের সাথে ছিলেন উপস্থিত ছিলেন – দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মো. সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দুদু মিয়া, মো. শিরমান উদ্দিন, ময়নুল ইসলাম ছালেহ, অটোরিকসা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর মোরার বাজার শাখার সাধারণ সম্পাদক আমির আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ আলী গুলশের, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, সুহেল বারী, ফজর আলী, ইসলাম উদ্দিন, মো. চুনু মিয়া,.মো. লাল মিয়া, জেলা যুবলীগ নেতা শাহীন আলী।
আরো উপস্থিত ছিলেন – দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মসরু, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েছ সহ-সভাপতি খন্দকার আব্দুর রকিব মেম্বার, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জ্বল, সহ-সভাপতি সালেহ আহমদ, শেখ জামিল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সিহাবুল ইসলাম অনিক, মুজিবুর রহমান মোস্তফা, আব্দুল্লাহ্ আল মইন, রাজু আহমদ, হাবিবুর রহমান ইমরান, আলবাব খান, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান মাছুম. যুগ্ন সাধারণ সম্পাদক জুনেল বারী প্রমুখ।