রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া



জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান শাখার পক্ষ থেকে বালাগঞ্জ ফায়ার সার্ভিসের অনুষ্ঠিত এ মহড়া মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ মন্ডল, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু দাস, সাংবাদিক মোঃ কাজল মিয়া, স্কুল-কলেজের শিক্ষার্থী প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!