সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত সিলেটের ছয় আসনের ৩৩ প্রার্থী



তফসিল অনুযায়ী (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত সিলেটের ছয়টি আসনের ৩৩ প্রার্থী ও তাদের সমর্থকরা। তারা পৌষের শীত উপেক্ষা করে ইতোমধ্যেই নিজ নিজ প্রতীকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ছুটতে শুরু করেছেন। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের সমর্থন আদায় ও ভোট নিজেদের বাক্সে আনা।

জানাগেছে, এবার সিলেটের ছয়টি আসনে চূড়ান্ত ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ নির্বাচনমুখী অন্যান্য রাজনৈতিক দলগুলো। দলের নির্ধারিত প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পছন্দের মার্কা নিয়ে মাঠে নেমেছেন ।

৬টি আসনের প্রার্থীদের মধ্যে : সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন ৫ জন। আসনটিতে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। সব প্রার্থী তাদের দলীয় প্রতীক পেয়েছেন। এরমধ্যে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন (নৌকা), সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (ডাব) প্রতীক।

সিলেট – ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির ( ডাব), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম) প্রতীক।সিলেট – ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক (লাঙল), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) প্রতীক।

সিলেট – ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) প্রতীক।

সিলেট – ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেতলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির (ট্রাক), তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. বদরুল আলম (ডাব) এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম (হাতপাখা) প্রতীক।

সিলেট – ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার) প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!