বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট – ৩ আসনে প্রতীক পেলেন যাঁরা



সিলেটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দকৃত প্রার্থীরা হচ্ছেন – আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙল), বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের মো. মইনুল ইসলাম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আনোয়ার হোসেন আফরোজ (আম) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) প্রতিক।

জানাগেছে, প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনান এবং আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!