বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রায়খাইল মাদ্রাসায় অনুদান হস্তান্তর, প্রবাসীদের সংবর্ধনা প্রদান



যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ‘রায়খাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসা’র উন্নয়নে ৬০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত বুধবার (২৬ মে) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক প্রবাসী সমাজকর্মী সেবুল মিয়া এবং এসোসিয়েশনের সদস্য প্রবাসী সমাজকর্মী আজাদ মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজকর্মী শহীদুর রহমান শাহিন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ছুফনের সভাপতিত্বে এবং শিক্ষক মো. জাহাঙ্গীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বদরুল ইসলাম জয়দু, বিশিষ্ট সমাজকর্মী অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ মতিউর রহমান সিতাব, নূরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক খালেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী টুনু মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম রুহুল, সদস্য মো. আতিকুর রহমান, শামীম মিয়া, মতিন মিয়া, শিক্ষানুরাগী রফিক মিয়া, সফিক মিয়া, পাখি মিয়া, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুশ শহিদ, সহ সুপার এমরুল হক নোমান, হিফজ শাখার শিক্ষক হাফিজ হুসাইন আহমদ, শিক্ষক আব্দুল মুহিত জানু, জুবায়ের আহমদ, কামাল আহমদ, মোহাম্মদ আলী, রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রায়খাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসাসহ জালালপুর এলাকার আর্ত-সামাজিক উন্নয়নের অব্যাহত সাহায্য-সহযোগিতার জন্য যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষ পর্যায়ে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুশ শহিদ বিপ্লবী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!