বালাগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ ৫০টি পরিবারকে ৫টি রোটারী ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে রোটারী ক্লাব অব টরণ্টো ড্যানফোর্থ কানাডা, রোটারী ক্লাব অব জালালাবাদ, রোটারী ক্লাব অব সিলেট সুরমা, রোটারী ক্লাব অব সিলেট সানশাইন এবং রোটারী ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি’র যৌথ আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কুবেরাইল, কুকুরাইল, শংকরপুর, মোহাম্মদপুর, পাঁচহাল এবং কলুমা গ্রামের বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী। স্থানীয় কলুমা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব জালালাবাদ’র প্রেসিডেণ্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ।
রোটারী ক্লাব অব সিলেট সানশাইন’র প্রেসিডেণ্ট সাহিদুল হক সোহেল ও রোটারী ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেণ্ট আহমেদ হোসেইন কায়েছ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সুরমা জোনের এরিয়া ডাইরেক্টর হানিফ মোহাম্মদ, সাবেক ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি আসাদুজ্জামান সায়েম, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রজেক্ট চেয়ার আখতার আহমদ, পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান মোহাম্মদ হানিফ, পিপি রোটারিয়ান আর.আই চৌধুরী রিয়াদ, পিপি রোটায়িান হেলাল আহমদ, আইপিপি আনোয়ারুল হক, ভাইস প্রেসিডেণ্ট আকরামুল হক, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল জলিল বেবী, সমাজকর্মী মো. চুনু মিয়া, ডা. জিয়াউল হক রাহেল, সাব্বির আহমদ, অদুদ মিয়া, মিজানুর রহমান মির্জা প্রমুখ।