সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আরব আমিরাতের



ছবি: সংগ্রহ

বৃটেনে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। আগামি ৫ বছর সময়ের মধ্যে এই বিনিয়োগ করা হবে। বৃহস্পতিবার আবুধাবির বিনিয়োগ কোনিরমিষ মুবাদালার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, বৃটেনের জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও বিজ্ঞানে এই বিনিয়োগ করা হবে। এর মধ্য দিয়ে বৃটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিতে চায় আরব আমিরাত।

সম্প্রতি বৃটেন সফর করেছিলেন আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। এসময় প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের সময় এই বিষয়ে আলোচনা হয়। এই বিনিয়োগের ফলে দুই দেশই লাভবান হবে বলে জানিয়েছে মুবাদালা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!