বালাগঞ্জে পূজা পরিষদের বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী মদন মোহন জিউর আশ্রম নাট মন্দিরে এ বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সিলেট জেলা বাপসার সভাপতি রঙ্গেশ কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – পূজা পরিষদের উপদেষ্টা তরনী কান্ত দাস, প্রভাত চন্দ্র রায়, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় দাস বকুল, রাখাল চন্দ্র দাস মেম্বার, উপজেলা পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারন সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, অর্থ সম্পাদক অর্জুন দেবনাথ, পূজা পরিষদের রিংকু দাস, পিন্টু দাস, লিটন দাস, শ্যামাকান্ত রায়,রিন্টু দাস, পিন্টু দাস, টিটো দাম,সঞ্জয় পাল, বিলাস দাস, যাদন দে, সুভাষ পাল, অমল দাস আপন, দোলন বৈদ্য, সৌরভ পাল, বাপ্পন পুরকায়স্থ সহ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রী জগানন্দ দাস। করোনা ভাইরাস সহ সকল প্রয়াতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ অসুস্থদের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
এবার সার্বজনীন ৩০টি, ব্যক্তিগত ৩টি সহ মোট ৩৩ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার জন্য এবার ২১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া সরকারের সিদ্বান্ত অনুযায়ী কেন্দ্রীয় পূজা পরিষদের নিয়মাবলী মেনে দূর্গাপুজা পালনের সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।