সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৫৭ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৪৫ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার ৬৯ জন।
নতুন শনাক্ত হওয়া ৩৫৭ জনের মধ্যে ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩৭ জন এবং মৌলভীবাজার জেলার ৩২ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৩০ হাজার ৯৩১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৮৬ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে সিলেটের ৪২০ জন, সুনামগঞ্জে ১২৩ জন, হবিগঞ্জের ৭৮ জন এবং মৌলভীবাজারের ১৩৭ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৪০৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২৪৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০৬ জন ও মৌলভীবাজার জেলায় ৫ হাজার ২৩৪ জন।