ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে আহত যাত্রীদের নাম- ও পরিচয় পাওয়া যায়নি।
আজ ১৭ (আগস্ট)মঙ্গলবার সকালে উপজেলার মাইজগাঁও-পালবাড়ি সড়কের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে ভাটেরা থেকে ছেড়ে আসা সিলেট গামী ‘মায়ের দোয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুকুমার সিংহ বলেন- সকালে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দুর্ঘটনা বাস চালক মিলন মিয়া অক্ষত রয়েছেন। তবে বাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছেন।