বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এ উপলক্ষে স্থানীয় খাঁপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য সিরাজুজ্জামান খান মঙ্গু। সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আজমল আলী মাসুক।

দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য হাফিজ আব্দুল হাদীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকবুল মিয়া মেম্বার, রুবেল আহমদ, শেখ আলাউদ্দিন রিপন, নজরুল ইসলাম, শেখ আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান নানু, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আবুল হোসেন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল বেলাল, বাবরু মিয়া মেম্বার, এজাজ আহমদ চৌধুরী, শাহিন আহমদ, আয়না মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শুভ লস্কর, সুমিম আহমদ, মাহবুবুর রহমান আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম জুলকান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নোমান আহমদ লস্কর, ফুজায়েল খান সাজু, বিএনপি নেতা আছদ্দর আলী, চেরাগ আলী, ফারুক মিয়া, আনোয়ার আলী, সুলতান মনসুর প্রমুখ। সভায় বিভিন্ন ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আজমল আলী মাসুককে সভাপতি ও হাফিজ আব্দুল হাদীকে সাধারণ সম্পাদক করে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির ৫সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্যরা হলেন – সিনিয়র সহসভাপতি বাবরু মিয়া মেম্বার, প্রথম যুগ্ম সম্পাদক শুভ লস্কর এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!