বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীতে ১শ২৮ কোটি টাকা ব্যয়ে দু’টি ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে আগামী সোমবার (৬ নভেম্বর) বালাগঞ্জে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সকাল ১০টায় মন্ত্রী স্থানীয় ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
আগামী ৬ নভেম্বরের এই অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার লক্ষে শনিবার (৪ নভেম্বর) বেলা ২টায় দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মোরারবাজারে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেক এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।
এসময় বক্তারা বালাগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ এই উন্নয়ন প্রকল্পের জন্য সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সভায় আসন্ন ৬ নভেম্বরের অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সবশেষে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে থেকে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।