শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে ‘‌শিক্ষায় রূপান্তর’ শীর্ষক একক বক্তৃতা অনু‌ষ্ঠিত



মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ এর উদ্যোগে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে ‘শিক্ষায় রূপান্তর’ শীর্ষক একক বক্তৃতা অনু‌ষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ন‌ভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠা‌নে এককভা‌বে বক্তব্য প্রধান করেন বিশিষ্ট শিক্ষা গবেষক অধ্যাপক স্বপন নাথ, উপপরিচালক নায়েম।‌তি‌নি ব‌লেন, “‌যে শিক্ষার সা‌থে জীব‌নের কো‌নো যোগ নাই সে শিক্ষা কো‌নো শিক্ষাই না। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলা‌দে‌শের ঘোষণা দি‌য়ে‌ছেন। এটা কো‌নো রাজ‌নৈ‌তিক ঘোষণা নয়। তি‌নি চার‌টি ক‌ম্পো‌নেন্ট দি‌য়ে‌ছেন। ১) স্মার্ট সি‌টি‌জেন ২) স্মার্ট গভার্ন‌মেন্ট ৩) স্মার্ট ইকো‌নোমি ৪) স্মার্ট সোসাই‌টি। তা অর্জন কর‌তে হ‌বে ২০৪১ সা‌লের ম‌ধ্যে। এটা অর্জন কর‌তে হ‌লে প্র‌য়োজন স্মার্ট এডু‌কেশন। বৈ‌শ্বিক চা‌হিদা বি‌বেচনায় মাননীয় প্রধানমন্ত্রী‌ এই রূপকল্প ঘোষণা ক‌রে‌ছেন।  এজন্যই আমরা রূপান্তর চাই শিক্ষা‌তে।” তি‌নি বিজ্ঞান ও তথ্যপ্রযু‌ক্তির বর্তমান অগ্রগ‌তি, প‌রিব‌র্তিত প‌রি‌স্থি‌তির সা‌থে খাপ খাওয়া‌তে করণীয় এবং তথ্যপ্রযুক্তি নির্ভর বহুমাত্রিক পরিবর্তন কীভাবে পাঠক্রমে ঘটানো যায় এমন সব জটিল বিষয় সম্প‌র্কে বিস্তা‌রিত আলোচনা ক‌রেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক আহমদ সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন সদস্য সচিব সেলিম আহমদ চৌধুরী। প্রায় দেড় ঘন্টা ব্যাপী একক বক্তৃতা ও ঘন্টা ব্যাপী শ্রুতাদের প্রশ্নোত্তর পর্ব এবং প্রায় অর্ধ ঘন্টা ব্যাপী বিশিষ্টজনদের প্রতিক্রিয়া ছিল অতিশয় আগ্রহোদ্দীপক। প্র‌তি‌ক্রিয়া জানান বি‌শিষ্ট লেখক ও অধ্যাপক মোহাম্মদ আবদুল খা‌লিক, ক‌বি ও কথাসা‌হি‌ত্যিক আকমল হো‌সেন নিপু, ক‌বি ও অধ্যাপক অ‌বিনাশ আচার্য প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!