বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত



 

।।মো. মতিউর রহমান।।

বিশ্ব খাদ্য সংস্থা (FA0) ঘোষিত ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ প্রতিপাদ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার মানব ও প্রকৃতি কল্যাণধর্মী প্রতিষ্ঠান আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। রাজীব স্মৃতি গ্রন্থাগারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রশীদ লুলু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ও লেখক মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাওলানা নুরুল ইসলাম, ছয়ফুল আলম ও ইকবাল হোসাইন খান।

ফাউন্ডেশনের পরিচালক আনিসুল আলম নাহিদের উপস্থাপনায় সভায় বক্তারা সুস্থ, সবল ও সমৃদ্ধ জাতি গঠনে জৈব কৃষির উপর বিশেষ গুরুত্ব প্রয়োগ করেন। এছাড়াও বক্তারা নিরাপদ ও পুষ্টিমান খাদ্য উৎপাদন এর বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আনোয়ারা ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!