শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকা প্রবাসীর অর্থায়নে বালাগঞ্জে নির্মিতব্য মসজিদের ভিত্তিস্থাপন



বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামে নির্মিতব্য জামে মসজিদের ভিত্তিস্থাপন করা হয়েছে। আমেরিকা প্রবাসী মুহিবুর রহমান মিছবাহ’র অর্থায়নে সোমবার (১৮ অক্টোবর) বিকালে ‘হাজী আব্দুর রহমান জামে মসজিদ’র ভিত্তিস্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হলি আরবান প্রাইভেট লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবী মাওলানা দিলওয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী তাহনিম আহমদ টিপু।

সাংবাদিক আবুল কাশেম অফিক ও মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বিশিষ্ট সমাজসেবী মাওলানা আশিকুর রহমান, তিলক চানপুর আদিত্যপুর আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক হুসাইন আহমদ মিসবাহ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!