স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নৃত্যশৈলীর প্রযোজনায় বুধবার (৩০ মার্চ) রাতে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে মহানায়ক গীতিনাট্য মঞ্চস্থ করা হয়। জেলা পরিষদের প্রকৌশলী হাসিব আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, নৃত্য শৈলীর নীলাঞ্জনা দাস জুঁই।
উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কর্ণ চন্দ্র মল্লিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার রাজীব সরদার, বালাগঞ্জ রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নজরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন।