বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড’র এজেণ্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাচ্-বাংলা ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং বিভাগের সেলস ম্যানেজার শ্রীনাথ ভট্টাচার্য্য। সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল খালিক।
ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জের মাস্টার এজেণ্ট আজমান আলী জুয়েল, এজেণ্ট ব্যাংকিং বোয়ালজুড় বাজারের পরিচালক আতাউর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, নর্থইষ্ট বালাগঞ্জ কলেজ নির্বাহী কমিটির সভাপতি আমির হোসেন নুরু, উপজেলা আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম সালেহ, বিএনপি নেতা তোফায়েল আহমদ সুহেল, আজিজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলকু মিয়া, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম রুবেল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ মধু, আনহার মিয়া, যুবলীগ নেতা কয়েছুল আলম কয়েছ, জুয়েল আহমদ, যুবদল নেতা আব্দুস সালাম আজাদ, মুহিবুর রহমান এবং এজেণ্ট ব্যাংকিং এর পরিচালক এমদাদুর রহমান জাকির প্রমুখ।