শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী ৪ভাইবোনকে প্রবাসী মাসুকের খাদ্য ও অর্থ সহায়তা



আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জকিগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী ৪ভিক্ষুক ভাইবোনকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক তার ব্যক্তিগত পক্ষ থেকে এসব অনুদান প্রদান করেছেন।

গত সোমবার (২৯ মার্চ) বিকালে এসব খাদ্যসামগ্রী ও অনুদান হস্তান্তর করা হয়েছে। প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের প্রতিনিধি হিসেবে জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এখলাছ উদ্দিন এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল মতিন, আলমাছ উদ্দিন, আজমল হোসেন এবং তাদের বোন রাহেলা খানমকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!