এদিকে গত বুধবার (২৯ মার্চ) এ মোটরসাইকেল হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।
শিক্ষক মো. তারেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য এমএ শহিদ পংকি, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, বিশ্ববন্ধু ফোরামের সভাপতি সেবুল আহমদ, শ্রমিক নেতা শানুর মিয়া, ব্যবসায়ী রাসেল আহমদ, কবি সুমন খান, ছড়াকার আতাউর রহমান সাহেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে প্রদত্ত মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে শেখ মো. ছাদিমের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং শেখ মো. ছাদিম প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।