দক্ষিণ সুরমার রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেণ্টারে বুধবার (৩০ মার্চ) সকালে এসব খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, তরিকুন নেছা ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তা মতিউর রহমান, ডা. রিয়াজ আহমদ, আনছার আলী, কবির আহমদ, জুবেল মিয়া, মারুফ মিয়া, রাহি আহমদ প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ফাউন্ডেশনের যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা সদ্য প্রয়াত হাজী মদরিছ আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য : তরিকুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য টিউবওয়েল স্থাপন, গৃহনির্মাণ, বিনামূল্যে চিকিৎসা প্রদান, শীতবস্ত্র এবং খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।