রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লণ্ডন এসে পৌঁছেছেন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা লণ্ডন এসে পৌঁছেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) লণ্ডন সময় সকাল ১১টা ০৭ মিনিটে লণ্ডন হিথ্রো বিমানবন্দরে বৃটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি পৌঁছেন। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর রাত ১১.৪০ টায় (ওয়াশিংটন সময়) লণ্ডনের উদ্দেশ্যে ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়াশিংটন ডিসি থেকে ছেড়েছিল বলে জানা যায়।

লণ্ডন পৌঁছলে বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লণ্ড সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন ত্যাগ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন