শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযানের প্রস্তুতি শুরু



বালাগঞ্জ উপজেলার কৃষকদের কাছ থেকে ইউনিয়ন ভিত্তিক ধান সংগ্রহ অভিযানের প্রস্তুতি শুরু করেছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।

বালাগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কৃষকদের কাছ থেকে এবার ধান সংগ্রহ অভিযান কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে উপজেলার কৃষকদের তালিকাও প্রণয়ন করেছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।

ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করার জন্য একটি তদারকি কমিটির রুপরেখা তৈরী করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। ওই কমিটিতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জসিম উদ্দিনসহ উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান গণ সংশ্লিষ্ট থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, প্রতিকূল আবহাওয়া থাকার কারণে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা যাচ্ছে না। এ বিষয়ে দালাল মিলারদের কোনো রকমের অপতৎপরতা সহ্য করা হবে না। এটি এবার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার ইকবাল বলেন, ইউএনও মহোদয়ের কাছ থেকে এখনো কোনো রুপরেখা পাইনি এবং এ ব্যাপারে আমার তেমন কোনো সংশ্লিষ্টতা নেই।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!