রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের নূরানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরণ সম্পন্ন



বালাগঞ্জের চাম্পারকান্দি নিজগহরপুর দারুল উলুম নূরানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মনির উদ্দিন দত্তপুরী এবং মাওলানা আব্দুল হাই উমরপুরী।

মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল চলাকালে বিকালে মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ করেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ। এছাড়া মাহফিলে ওয়াজ পেশ করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান কলুমা, হাফিজ মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, মাওলানা আব্দুল হাই বাহুবলী, রায়পুর মাদ্রাসার মুহাদ্দিছ হাফিজ মাওলানা আজিজুর রহমান, মাওলানা এমদাদুল হক, মাওলানা রাহাতুল হক চৌধুরী, মাওলানা মাসুক আহমদ। আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন শাহনাজ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!