এ উপলক্ষে ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে স্থানীয় শাহপুর গ্রামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া বলেছেন, প্রতিটি মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। কৃষকদের সার ও বীজের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হয়েছে একমাত্র আপনারা বার বার নৌকায় ভোট দিয়েছেন সেই কারণে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে একটি জমিও অনাবাদী থাকবে না। প্রতিটি উপজেলায় ৫শ ৬০টি আধুনিক মসজিদ করা হবে। তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে এ অঞ্চলে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
যুবলীগ নেতা শামীম আহমদের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা মো. ছুরাব আলী, দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক জিয়াউল হক পান্না, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলী, যুবলীগ নেতা জাব্বির আহমদ, ফুরুক মিয়া, পানেশ চন্দ্র, অভি চন্দ্র, ছাত্রলীগ নেতা তারেক আহমদ প্রমুখ।
তাছাড়া, মহিলাদের মধ্যে বক্তৃতা করেন পারুল বেগম, বাসন্তি সরকার, বিনতি সরকার, শাহানারা বেগম, রিনা বেগম ও পিয়ারা বেগম প্রমুখ।