বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট শহর থেকে বালাগঞ্জের যুবক কাহের নিখোঁজ



সিলেট শহর থেকে বালাগঞ্জের আবুল বাশার কাহের নামের এক যুবক ৪দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবক আবুল বাশার কাহের (২৮) দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তার উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। গায়ের রং শ্যামলা।

নিখোঁজ আবুল বাশার কাহের

গত বুধবার (৫সেপ্টম্বর) সন্ধ্যার দিকে শহরের কদমতলী থেকে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

জানা গেছে, আবুল বাশার কাহের গত বুধবার পারিবারিক প্রয়োজনে সিলেট শহরে যান। দিন শেষে রাতে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে মুঠোফোনে সর্বশেষ তাঁর পরিবারের লোকজনের সাথে কথা হয়। এসময় সে বাড়ি ফেরার জন্য গাড়িতে আরোহণ করেছে বলে জানিয়েছে। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে পরদিন বৃহস্পতিবার কাহেরের ভগ্নিপতি দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামের আব্দুল কাদির জিতু দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নম্বর ৩০৮।

এছাড়া র্য্যাব -৯ এর কাছেও অভিযোগ জানানো হয়েছে। নিখোঁজ এর ঘটনার পর থেকে তাদের আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে কাহেরের আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন দিশেহারা হয়েছে পড়েছেন।

এ ব্যাপারে আলাপকালে নিখোঁজ কাহেরের চাচাতো ভাই মহিউদ্দিন মিলন জানান,
কাহেরের নিখোঁজের ঘটনায় তাঁর মা-বাবাসহ পরিবারের সকল মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। তিনি কাহেরের সন্ধান কামনায় সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!