বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বির্ত্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবুল কাশেম অফিক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনন্ত চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল মুনিম।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিসহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন – ইউপি সদস্য আহমদ আলী, প্রধান শিক্ষিকা কল্পনা রানী দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মতছির আলী, ভূমি দাতা সদস্য মো.ফারুক মিয়া, সহকারী শিক্ষিকা রিক্তা রানী সাহা, বেলা রানী দাশ, সমাজ সেবক শাইস্তা মিয়া, ফারুক মিয়া, আলী রাজ, মজুর মিয়া ও সঙ্গর কুমার প্রমুখ।