রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাজী কয়েছ আহমদের নগদ অর্থ বিতরণ



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা নিবাসী সমাজসেবী মরহুম হাজী আরব আলীর রুহের মাগফেরাত কামনায় এলাকার গরীব অসহায় ৭শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) স্থানীয় কলুমা গ্রামে- যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাজী কয়েছ আহমদ এর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ ১হাজার টাকা করে এসব অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

সভাপতিত্ব করেন-দাতা পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইস্তা মিয়া এবং উপস্থাপনা করেন দাতা পরিবারের সদস্য ও দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শামসুল ইসলাম হিরন, দাতা পরিবারের সদস্য হাজী ইসলাম উদ্দিন, সেবুল আহমদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুল ইসলাম লিটন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!