রোববার (৭ এপ্রিল) স্থানীয় কলুমা গ্রামে- যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাজী কয়েছ আহমদ এর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ ১হাজার টাকা করে এসব অর্থ প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
সভাপতিত্ব করেন-দাতা পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইস্তা মিয়া এবং উপস্থাপনা করেন দাতা পরিবারের সদস্য ও দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শামসুল ইসলাম হিরন, দাতা পরিবারের সদস্য হাজী ইসলাম উদ্দিন, সেবুল আহমদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুল ইসলাম লিটন।