আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ‘জামালপুর উত্তরপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’-র পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) বিকেলে দেশবিদেশে অবস্থানরত সংস্থার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – জামালপুর উত্তরপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি ছানাওর আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মামুন আলী, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহেদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল