বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্টের পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহারসামগ্রী প্রদান 



বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হাজীপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী প্রয়াত এমএ শহীদ স্মরণে প্রতিষ্ঠিত ‘শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার কর্মহীন শ্রমজীবি ও দুস্থ ১শ ৫০টি পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

প্রয়াত এমএ শহীদের সহধর্মিণী এবং তাঁহার পুত্র ট্রাস্টের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী, সমাজসেবী, শহীদ আবুল কালাম সেতু ও পরিবারের অন্যান্য সদস্যসহ ট্রাস্টের কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় হাজীপুরস্থ চাঁদ ভিলা প্রাঙ্গনে উপহার সামগ্রী প্রদানপূর্বে মোনাজাত পরিচালনা করেন গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, যুগ্ম সম্পাদক আবদুল কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ লস্কর, ট্রাস্টের সদস্য নিশানুল করিম ও শামীম আহমেদ। উপহার হিসেবে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে – চাল, পেঁয়াজ, ডাল, ছোলা, তেল, আলু, লবণ, খেজুর ও সাবান।

এদিকে আলাপকালে যুক্তরাজ্য থেকে ট্রাস্টের সভাপতি শহীদ আবুল কালাম সেতু জানান, উক্ত ট্রাস্টের চলমান পক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে গহরপুর এলাকার ১শ ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ যাঁরা পাননি তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হবেন না, পরবর্তী ধাপে আপনারা পাবেন ইনশাআল্লাহ্।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!