বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি যুক্তরাষ্ট্র ইনক- এর সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুর রব কাওসারের উদ্যোগে ব্যতিক্রম এক ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মার্চ) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর গ্রামস্থ তাঁর নিজবাড়িতে বিভিন্ন পর্যায়ের রাজনীতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেমসমাজ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের এলাকাবাসীর সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন কর হয়।মাহফিলে বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলা ও সিলেট জেলা বিএনপি, সহযোগী সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের পাশাপাশি ক্ষমতাশীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বদলীয় এই উপস্থিতির মাধ্যমে স্থানীয় রাজনীতিতে কিছুটা হলেও এক সম্প্রীতির সেতুবন্ধন তৈরী হয়েছে মন্তব্য পাওয়া গেছে।
সর্বশেষে বিশেষ দুয়া ও ইফতারের মাধ্যমে মাহফিল সম্পন্ন করা হয়।