বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের সিরাজ বেগ বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী সিরাজ বেগ।
সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন – সভাপতি সিরাজ বেগ, সহসভাপতি আব্দুল হক বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন বেগ, সহসাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ, প্রচার সম্পাদক মির্জা বাবলু, কোষাধ্যক্ষ মো. বাবলু এবং সদস্য – ছাতির বেগ, রিয়াজ উদ্দিন কটই, গৌছ মিয়া, হাবিবুর রহমান, হাবিব তালুকদার, মালিক বেগ প্রমুখ।
এছাড়া গঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন – মির্জা আব্দুর রজাক, মির্জা রাসেল, মহিউদ্দিন লেচু, ছানা বেগ, আব্দুল মতিন হেরম, রমিজ উদ্দিন, আব্দুল হান্নান বেগ, মির্জা আনা, মির্জা সালাম, মির্জা টিটু প্রমুখ।