বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ।
পহেলা সেপ্টেম্বর (শনিবার) বিকালে বালাগঞ্জ ডিএস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপে দয়ামীর আব্দুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক গোল্ডকাপে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হকের সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জয় কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
এবং আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, শিক্ষক প্রতাপ চক্রবর্ত্তী, শিক্ষক অজিত পাল, শিক্ষক অনন্ত কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. জালাল উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল আলম, আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ডি,এন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন আছাব আলী ও আলাল আহমদ।