শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্যাডেলচালিত রিকশার ভাড়া নগরীতে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ



ছবি সংগৃহীত

 

সিলেট মহানগর এলাকায় প্যাডেলচালিত রিকশার ভাড়া নতুনভাবে নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, নগরীতে রিকশার সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নগরীর বিভিন্ন পয়েন্টের যাতায়াতের জন্য নতুন রিকশা ভাড়ার প্রস্তাব তৈরি করা হয়েছে।

ভাড়া নির্ধারণের ক্ষেত্রে নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, শিক্ষার্থী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাধারণ নাগরিকরাও এই বিষয়ে মতামত দিতে পারবেন—ইমেইল করতে হবে pcsmp@police.gov.bd ঠিকানায়, অথবা যোগাযোগ করা যাবে ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে কিংবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত রুটের বাইরে গেলে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা করে ভাড়া দিতে হবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) জানিয়েছেন, নগরবাসীর মতামত ও আলোচনা শেষে প্রস্তাবিত তালিকা চূড়ান্ত করা হবে। অনুমোদনের পর এই নতুন ভাড়ার তালিকা ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!