সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাডভোকেট আনসার খান

এম সি কলেজের ঐতিহাসিক স্থাপনা আসাম টাইপ হেরিটেজ ভবনগুলো সংরক্ষণ ও সংস্কারে উদ্যোগ গ্রহণ জরুরি



সিলেটের শতাধিক বছরের পুরানো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “এম সি কলেজ বা মুরারিচাঁদ কলেজ” এর অতি পুরনো একটি জরাজীর্ণ আসাম টাইপ টিনসেড ভবনের সামনে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি আমাদের প্রায় সকলেরই সুপরিচিত বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব গোলাম সোবহান চৌধুরী দিপন। ইদানীং সিলেটে তিনি অন্যকারণে বেশ আলোচিত এবং অতি পরিচিত হয়ে ওঠেছেন। তিনি এম. সি. কলেজের ঐতিহ্যবাহী পুরানো আসাম টাইপ হেরিটেজ ভবনগুলো অবিকৃত অবস্থায় সমুন্নত রেখে এই কলেজের শতাধিক বছরের ঐতিহ্যমন্ডিত এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সময়োপযোগী সংস্কারের মাধ্যমে এইসব ভবনগুলোর সংরক্ষণ করে রাখার দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। যার মাধ্যমে এই বিদ্যাপিঠে পড়াশোনা করে গেছেন এবং এখন যারা পড়াশোনা করছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে সচেতন করে তোলার মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনা ও ভবনগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে চাচ্ছেন। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম ঐতিহ্যবাহী এই কলেজের অতীত ইতিহাস ও তখনকার দিনের আসাম টাইপ হেরিটেজ ভবনগুলো দেখে গৌরববোধ করতে পারে।

অবশ্য জনাব দিপন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলেছেন যাতে সরকারের তরফ থেকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই ভবনগুলো সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই কলেজে যারা বর্তমানে শিক্ষার্থী, সম্মানের সঙ্গে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা শান্তিপূর্ণ সভা-সমাবেশের মাধ্যমে ঐতিহ্যমন্ডিত হেরিটেজ ভবনগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে কলেজ কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করতে আপনাদের দ্বারা সম্ভব সব ধরনের ভূমিকা রাখার চেষ্টা করতে পারেন।

ব্যক্তিগতভাবে আমি গর্বিত যে এই কলেজের একজন শিকার্থী ছিলাম আমি। চার দশকেরও অধিক সময়কাল আগের এই কলেজের ছাত্র হলেও এখনও অবধি এই প্রতিষ্ঠানের প্রতি আমার দরদ মেশানো আবেগ আমাকে ফিরিয়ে নিয়ে যায় সত্তর দশকের এমসি কলেজের আঙ্গিনায়। বিশেষকরে এই জরাজীর্ণ হেরিটেজ ভবনগুলোর দিকে তাকালে মনে হয় আমরা কী এতই অথর্ব হলাম যে আমাদের চোখের সামনে এই ভবনগুলো ধুলোমাটির সাথে বিলিন হতে চলেছে, অথচ আমরা কিছুই করতে পারছিনা ভবনগুলো সংরক্ষণের জন্য।

আমি যা করতে পারিনি তা করতে মাঠে নেমেছেন আমাদেরই এক বন্ধু, তিনি এমসি কলেজের ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা আসাম টাইপ হেরিটেজ ভবনগুলো সংরক্ষণ ও সংস্কারের দাবি নিয়ে জনমানসের দ্বারে-দ্বারে হাঁটছেন। আমাদের সকলের দায়িত্ব জনাব দিপনের সাথে সংহতি প্রকাশ করে যার দ্বারা যতটা সম্ভব ওই স্থাপনগুলো রক্ষায় জনাব দিপনকে সহযোগিতা করে তাঁকে উৎসাহিত করা।

লেখক: আইনজীবী, কলামিস্ট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!