শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত



বালাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়। ৯ ডিসেম্বর সকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠত হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃআনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার মিয়া, বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্ম কর্তা আব্দুর রাকীব ভুইয়া, বালাগঞ্জ ডিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীতুলসী দাস, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সদস্য কুলসুমা বেগম আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল কাদির সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাহমিদা বেগম ও গীতা পাঠ করেন প্রিয়াংকা চক্রবর্ত্তী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!