সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে যুগান্তকারী কাজ করে যাচ্ছে। সরকারের এসব উন্নয়নের সুফল সকল শ্রেণি-পেশার সকল নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। তিনি এ ব্যাপারে জনপ্রতিনিধি, রাজনীতিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার আহবান জানান। জেলা প্রশাসক মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ে গার্লস ফ্যাসিলিটিজ রুম উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকালে উপরোক্ত কথাগুলো বলেছেন।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বালাগঞ্জ সফরের শুরুতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মজলিসপুর স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন এবং কিশোরী সমাবেশে বক্তৃতা করেন। এছাড়া দুপুর সাড়ে ১২টায় তিনি বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫লাখ টাকা ব্যয়ে গার্লস ফ্যাসিলিটিজ রুম উদ্বোধন করেন। এরপর বিকালে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন ও বালাগঞ্জ থানা পরিদর্শন করেন।
এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচএম শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, রফিকুল আলম, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল প্রমুখ।