শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে ভিক্ষুকদের সাক্ষাৎকার গ্রহণ



উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিক্ষুকদের সাক্ষাৎকার গ্রহণ। ছবি : বিপি

বালাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে ডাটাবেইজ চুড়ান্তকরণ এবং চাহিদা ভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে স্থায়ী ভাবে নিবৃত্ত করার লক্ষ্যে উপজেলার ভিক্ষুকদের ইউনিয়ন ভিত্তিক সাক্ষাৎকার গ্রহণ করছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন। ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ভিক্ষুকদের নিয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহন কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হক, বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ এবং উপজেলার ভিক্ষুক বৃন্দ।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হক বলেন, আমরা ইউনিয়ন ভিত্তিক ভিক্ষুকদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু করেছি। সাক্ষাৎকারে তাদের চাহিদার কথাটুকুও শুনবো।

উল্লেখ, আগামী ২৪ সেপ্টেম্বর বালাগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!