শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : এক লক্ষ টাকা জরিমানা



অবৈধভাবে বালাগঞ্জ সীমানায় অনুপ্রবেশ করে বালু উত্তোলনের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক একটি নৌকা জব্দ করা হয় এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। অভিযানকালে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের পেশকার উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বলেন, অবৈধ যেকোন কর্মকাণ্ডে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!